মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ধারে ছোট মোর গ্রাম,
সেথায় জনম মোর পূণ্য পিতৃধাম।
অজয়ের জলে মাটি নরম সরস,
গাঁয়ের মাটিতে পাই স্নেহের পরশ।


গাঁয়ে আছে বাঁশবন তাল ও সুপারি,
নারিকেল গাছ আছে খেজুরের সারি।
আম কাঁঠালের গাছে পাখিদের গীত,
হিমেল হাওয়া বয় এল আজি শীত।


নদীধারে মাঠে মাঠে চাষী ধান কাটে,
জল নিতে আসে বধূ অজয়ের ঘাটে।
নদীঘাটে আনাগোনা যাত্রীদের ভিড়,
সন্ধ্যা হলে জনহীন অজয়ের তীর।


সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়ে,
তৃতীয়ার চাঁদ উঠে শালবন বাঁয়ে।
আমাদের গ্রামখানি মনের মতন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।