আমাদের গাঁয়ে ছোট ঘর আছে
মাটির পাঁচিল ঘেরা আঙিনায়,
আম আর কাঁঠাল গাছে গাছে
ডালে বসে পাখিরা গীত গায়।


রোজ সূর্যি ওঠে সকাল বেলা
গাঁয়ের চাষী মাঠে করে চাষ,
ফুলের বনে ফুল ফোটে মেলা,
বাতাসে ভাসে ফুলের সুবাস।


গাঁয়ে পদ্মদিঘি কালো তার জল
মরালমরালী সাঁতার কাটে জলে,
কলসী কাঁখে গাঁয়ের বধূ সকল
রাঙামাটির পথে আনমনে চলে।


গাঁয়ের পাশে ছোট অজয় নদী
কুলু কুলু অবিরত বয়ে চলে,
রোজ সকালে এ গাঁয়ের মাঝি
নৌকা ভাসায় অজয়ের জলে।


শোধ হবেনা কভু এ মাটির ঋণ
গাঁয়ে আছে সবুজ শীতল ছায়া,
রাঙাপথে লোক চলে সারাদিন
স্মৃতি-বিজড়িত এ মাটির মায়া।