মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
নিকানো উঠোনখানি শোভা মনোহর।
উঠোনেতে বসি শিশু দুধ মুড়ি খায়,
সোনালী রোদ্দুর হাসে খোলা বারান্দায়।


উঠোনে পিঁড়িতে বসি দেখি বেনেবুড়ি,
কাঠের আগুন জ্বেলে ভাজে খই মুড়ি।
গোয়ালেতে বাঁধা গরু খড় কুটো খায়,
ঘন ঘন নাড়ে শিং দেখে ভয় পায়।


বাড়ির বেড়ার পাশে বসে টিয়া পাখি,
চালাঘরে বসে কাক করে ডাকাডাকি।
খাটিয়ায় ধান রেখে রোদ্দুরে শুকায়,
পায়রারা এসে কভু ধান খেয়ে যায়।


মাটির পাঁচিলে ঘেরা, বাড়ির উঠানে,
বধূরা ঢেঁকিতে চেপে রোজ ধানভানে।