গাঁয়ের মাটিতে জন্ম আমার
মাটিতে ফলে সবুজ সোনা,
গাঁয়ের মাটি স্বর্গ যে আমার
মাটি মাকে কভু ভুলবো না।


এই মাটিতে লাঙল চালায়
আমার গাঁয়ের চাষীর দল,
রৌদ্রে পুড়ে ও জলে ভিজে
মাঠে ফলায় সোনার ফসল।


গাঁয়ের মাটি মা যে আমার
গাঁয়ের মানুষেরা আপনজন,
কুমোর গড়ে মাটির হাঁড়ি
হাতুড়ি চালায় কামারগণ।


ছুতোর তাঁতি জেলে ধোপা
আমার গাঁয়েতে করে বাস,
জেলেরা দিঘিতে মাছ ধরে
সুখে থাকে সবে বারোমাস।


সবুজ গাছে পাখিরা ডাকে
আকুল করে তোলে প্রাণ,
দোয়েল ফিঙে নাচে গাছে
কোকিলের কণ্ঠে কুহু তান।


গাঁয়ের মাটিতে সুখের পরশ
আর আছে শান্তির ঠিকানা,
গাঁয়ের মাটিতে আছে মায়া
এই গাঁয়ের মাটি আমার মা।