বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (দ্বিতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের আগমনে ফুল ফুটে বনে,
বসন্তের রং লাগে দেহে আর মনে।
ফুটিল কুসুম কবি গোলাপ বকুল,
বনে বনে ফুটে কত পলাশ শিমূল।


ফুলবনে ফুলশাখে প্রস্ফুটিত কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।
গাঁয়ের পথের বাঁকে আম্রের কানন,
কোকিলের কুহুতানে ভরে মম মন।


ঘোমটায় মুখ ঢাকি রাঙাশাড়ি পরে,
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে।
দিঘিজলে স্নান করে পাড়ার ছেলেরা,
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের জেলেরা।


অজয়ের নদীঘাটে যাত্রী পার হয়,
নদী তীর সুশীতল সমীরণ বয়।
দিনশেষে সূর্য ডুবে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।