স্বাগতম শুভ নববর্ষ...... নববর্ষেরে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নববর্ষ আগমনে পুলক জাগিছে মনে
পুলকিত সবার হৃদয়,
নতুন পোশাক পরে বর্ষ বরণের তরে
সকলেই সমবেত হয়।


নববর্ষে শিশুসব করে কত কলরব
মায়েরা সব শঙ্খ বাজায়,
লাল পাড় সাদা শাড়ি পরিয়া যতেক নারী
সভামঞ্চে নাচে আর গায়।


পরণে পাঞ্জাবী জামা ধূতি আর পায়জামা
কিশোরেরা সকলেই জুটে,
লাউড স্পিকার হাতে সুর দেয় পিয়ানোতে
সুরের ঝঙ্কারে মেতে উঠে।


আজি শুভ নববর্ষ হাসি গান খুশি হর্ষ
আকুল করিয়া তুলে প্রাণ,
নববর্ষে নব ছবি কিরণ ছড়ায় রবি
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।