নবান্নের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঘুমায় অঘ্রান মাস শীতের চাদরে,
চাষীভাই ধান কাটে সারাদিন ধরে।
ধানকাটা হলে পরে নিয়ে আসে বাড়ি,
সোনাধান বোঝা নিয়ে চলে গরুগাড়ি।


নবান্নের উত্সব আজি ঘরে ঘরে,
নতুন চালের পিঠা খায় পেট ভরে।
গোলা ভরা সোনাধান চাষীর উঠান,
অঘ্রানের নবান্নেতে ভরে মন প্রাণ।


বাংলার ঘরে ঘরে সুস্বাদু ব্যঞ্জন,
নতুন চালের অন্ন অমৃত ভোজন।
সুস্বাদু পায়েস পিঠা কলার পাতায়,
একসাথে বসে সবে মহানন্দে খায়।


ফুটফুটে জোছনায় বসে আঙিনায়,
কাঠের আগুন জ্বেলে আগুন পোহায়।
মন্দিরেতে ঘন্টা বাজে সাঁঝের সময়,
আপন বেগেতে বহে তটিনী অজয়॥