নবান্নের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



অঘ্রানে নবান্ন হয় ভারি ধূমধাম,
নবান্নের উৎসবে মেতে উঠে গ্রাম।
নবান্নের উৎসব খুশির বাহার,
ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু আহার।



গগনেতে উঠে রবি প্রভাত সময়,
হালকা শীতের ছোঁয়া অনুভূত হয়।
গাছে গাছে পাখিসব সুরে গীত গায়,
মাথায় ধানের মুট চাষী ঘরে যায়।



মুট আনে চাষীভাই মাচানেতে রাখে,
চাষীবধূ আঙিনায় আলপনা আঁকে।
মঙ্গল ঘট বসায় কাঠের পিঁড়িতে,
মাটির প্রদীপ জ্বলে ঘট সম্মুখেতে।



আমন ধানের চালে তৈরি হয় পিঠে,
দুধ আর গুড় দিয়ে খেতে লাগে মিঠে।
ঘরে ঘরে নবান্নের হয় আয়োজন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।