নবান্নের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



নবান্নের উত্সব পাড়ায় পাড়ায়,
আমন্ত্রিত অতিথিতে ঘর ভরে যায়।
নতুন চালের অন্ন মানে যে নবান্ন,
সুস্বাদু ব্যঞ্জন হয় রাঁধে পরমান্ন।



আঙিনায় বসে খায় মুড়ি চিঁড়া খই,
দুধ চাঁছি গুড় আর সাথে থাকে দই।
ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু আহার,
নতুন চালের পিঠে যতেক প্রকার।


কৃষকের আঙিনায় গোলা ভরা ধান,
খুশিতে সবার ভরে উঠে মনপ্রাণ।
সবাকার ঘরে আজি সুস্বাদু আহার,
নবান্নের উৎসবে খুশির বাহার।



সাঁঝের সানাই বাজে দূরে কোথা থেকে,
পূর্ণিমার চাঁদ উঠে শুভ্র আলো মেখে।
দিন কাটে রাত আসে রাত ভোর হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।