নবান্নের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



নবান্নের উত্সবে পড়ে যায় সাড়া,
অঘ্রানে নবান্ন হয় জাগে চাষীপাড়া।
সবাকার ঘরে করা হয় নিমন্ত্রণ,
নবান্নের উত্সব বড় আয়োজন।



ঘরে ঘরে হাসি খুশি আর কলরব,
আঙিনায় জড়ো হয় শিশু বৃদ্ধ সব।
সুস্বাদু ব্যঞ্জন কত হয়েছে রন্ধন,
আঙিনায় বসে সবে আমন্ত্রিতগণ।



গুড় খই চিড়া দই পরমান্ন আর,
কলার পাতায় সবে করিছে আহার।
নতুন চালের অন্ন তাহে ঘৃত দিয়ে,
সকলেই তৃপ্ত হয় পেট ভরে খেয়ে।



ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব চাষী,
সুস্বাদু ব্যঞ্জন সহ খায় রাশি রাশি।
অঘ্রানে নবান্ন আসে মধুর লগন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।