নবান্নের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নবান্ন আসিল তাই জাগে চাষীপাড়া,
নবান্নের আয়োজনে পড়ে যায় সাড়া।
ঘরে ঘরে তৈরি হয় খিচুড়ি পায়েস,
আঙিনায় বসে খায় করিয়া আয়েশ।


গোলাভরা ধান রাখা আছে আঙিনায়,
ধানের পালই তার পাশে দেখা যায়।
চাষীবধূ আঙিনায় আলপনা আঁকে,
চাষীভাই মুট এনে চালে তুলে রাখে।


কাঠের পিঁড়িতে বসে ভাত রাঁধে বধূ,
কাঠের জ্বালের রান্না হয় যে সুস্বাদু।
আলুভাজা উচ্ছেভাজা শাকভাজা আর,
মুগ ডাল পোস্ত বড়া সুস্বাদু আহার।


নবান্নের উত্সব প্রতি ঘরে ঘরে,
সুস্বাদু ব্যঞ্জন হয় আহারের তরে।
অঘ্রানে নবান্নের পুণ্য শুভক্ষণ,
লিখিল নবান্ন কাব্য ভাণ্ডারী লক্ষ্মণ।