নবান্নের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নবান্নের উৎসবে ভারি ধূমধাম,
ঘরে ঘরে উৎসব মেতে উঠে গ্রাম।
মাথায় ধানের আঁটি নিয়ে আসে ঘরে,
মাচার উপরে মুট রাখে যত্ন করে।


চাষী-বধূ আঙিনায় আলপনা আঁকে,
মাঝখানে গোলাঘর তাতে ধান থাকে।
আঙিনার চারিভিতে মাটির পাঁচিল,
সোনারোদ পড়ে সেথা করে ঝিলমিল।


অঘ্রানের নবান্নেতে পড়ে যায় সাড়া,
নবান্নের উৎসবে মেতে উঠে পাড়া।
নতুন চালের অন্ন সুস্বাদু ব্যঞ্জন,
নবান্নের উৎসবে করে আয়োজন।


সকলেই একসাথে বসে আঙিনায়,
কলার পাতায় অন্ন মহানন্দে খায়।
অঘ্রানে নবান্ন হয় জানে সর্বজন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।