নদীতটে পড়ে বেলা খেয়া ঘাটে মাঝি,
শেষখেয়া বেয়ে ঘাটে তরী আনে আজি।
দিগন্তে সূর্য লুকায় পশ্চিমের পানে,
পাখিরা বাসায় ফেরে দিবা অবসানে।


মাঠ থেকে আসে ফিরে কিষাণের দল,
গাছে গাছে পাখি সব করে কোলাহল।
রাঙা পথে ধূলো ওড়ে গোধূলি বেলায়,
সাঁঝের সানাই বাজে দূরে কোন গাঁয়।


মন্দিরে কাঁসর বাজে শুনি কান পেতে,
সাঁঝের আঁধার নামে আমার গাঁয়েতে।
একে একে তারা ফুটে আকাশের গায়,
পূর্ণিমার চাঁদ উঠে, জোছনা ছড়ায়।


চাঁদতারা হাসে গায়  সারারাত ধরে,
জোছনার লুকোচুরি , অজয়ের চরে।