পরম পিতা পরম দয়াল,
হে ঠাকুর! তুমি ভগবান,
ইষ্ট-গুরু পুরুষোত্তম তুমি
তোমায় করি গো প্রণাম।


তিরিশে ভাদ্র, শুক্রবার
পূণ্য তাল নবমী তিথি,
জীবে উদ্ধারিতে এলেন
অখিল জগতের পতি।


পরম পিতা পরম দয়াল,
হে ঠাকুর! তুমি ভগবান,
ইষ্ট-গুরু পুরুষোত্তম তুমি
তোমায় করি গো প্রণাম।


বাংলাদেশের পাবনাজেলা
হিমায়েতপুর গ্রাম,
জন্ম নিলেন দয়াল ঠাকুর
শ্রীশ্রী অনুকূল নাম।


পরম পিতা পরম দয়াল,
হে ঠাকুর! তুমি ভগবান,
ইষ্ট-গুরু পুরুষোত্তম তুমি
তোমায় করি গো প্রণাম।


তোমার নামে তোমার গানে
চিত্তে পুলক জাগে,
তোমার নামে তোমার ধ্যানে
সুখের পরশ লাগে।


পরম পিতা পরম দয়াল,
হে ঠাকুর! তুমি ভগবান,
ইষ্ট-গুরু পুরুষোত্তম তুমি
তোমায় করি গো প্রণাম।