স্বাধীনতা হারায়ে, পরাধীন হয়ে রয়
শৃংখলিতা বন্দিনী বঙ্গ জননী।
স্বাধীনতা সূর্য, হল চির অস্তমিত
বিদেশীর পদানত জননী বঙ্গভমি।


ভারতের মাটিতে বিদেশী ইংরেজ এসে
করাইতে চাহে নীলের চাষ।
অগ্রিম দাদন দিয়ে, চাষীদের কিনে নেয়
বিদেশী ইংরেজ বঙ্গত্রাস।


দীনুচাষী কেঁদে কহে “যায় যাক প্রাণ তাহে
নীলচাষ করবো না আমি।”
চাবুক হাতে নিয়ে নীলকর সাহেব কহে
“দাদন তবে কেন নিয়েছিলে তুমি?”


বর্গীরা এলো দেশে খাজনা তবে দিবে কিসে
যদি নাহি নীলচাষ করে।
নীলকুঠিতে ধরে এনে মারবে চাবুক সাহেবরা
চাষীর দল পড়িল ফাঁপরে।


খাদ্য চাই, বস্ত্র চাই চাষীর ঘরে অন্ন নাই
দেখা দিল দুর্ভিক্ষ দেশ জুড়ে।
মানুষ ক্ষুধার জ্বালায়, গাছের পাতা ছিড়ে খায়,
নরমাংস খায় মানুষ ছিড়ে ছিড়ে।