স্বাধীনতা মানে কি ? পরাধীনতা থেকে মুক্তি।
দেশ হয়েছে স্বাধীন। ভারতবাসী পেয়েছে স্বাধীনতা।
এর নাম তো স্বাধীনতা নয়, এ তো পরাধীনতার নামান্তর।
এর নাম স্বাধীনতা নাকি ? এ তো স্বাধীনতার ফাঁকি।


স্বাধীন ভারতবর্ষে আজও কৃষকের ঘরে অন্ন নেই।
রেশন দোকানে কেরোসিন তেল দুর্মূল্য ও দুষ্প্রাপ্য।
এক ফোঁটা কেরোসিন তেলের অভাবে
কৃষক-কৃষানীর ঘরে আঁধার নামে।
গ্রামে গ্রামে আজও পৌঁছায় নি বিদ্যুত।
এর পরেও কি আমরা বলবো ভারতবাসী স্বাধীন।
এর নাম তো স্বাধীনতা নয়, এ তো পরাধীনতার নামান্তর।
এর নাম স্বাধীনতা নাকি ? এ তো স্বাধীনতার ফাঁকি।


প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের জন্ম দিচ্ছে
আমাদের দেশের প্রত্যেকটি ইউনিভারসিটি।
শিক্ষিত বেকাররা চাকুরি পাচ্ছে না।
স্বাধীন ভারতেও আজ চাকুরির অভাব।
এর নাম তো স্বাধীনতা নয়, এ তো পরাধীনতার নামান্তর।
এর নাম স্বাধীনতা নাকি ? এতো স্বাধীনতার ফাঁকি।


ব্রিটিশরা চলে গেছে। রেখে গেছে কালোবাজারী,
মজুতদার, আর ধনী সুদখোর মহাজন।
দিকে দিকে স্বাধীনতা দিচ্ছে ডাক।
স্বৈরাচারী, কালোবাজারী নিপাত যাক।
মহামারী, মড়ক, দুর্ভিক্ষ দেশ জুড়ে।
ভেজালে ভেজালে দেশটা গেছে ছেয়ে।
এর নাম তো স্বাধীনতা নয়, এ তো পরাধীনতার নামান্তর।
এর নাম স্বাধীনতা নাকি ? এ তো স্বাধীনতার ফাঁকি।