জীবনের শেষ সন্ধ্যায়  
সবুজ বনানী ছায়ায়
ক্লান্ত বিহগকুল ভুলে গেছে গান গাওয়া।
জীবন মাঝারে
নামিল আঁধার,
শেষ হলো জীবনের সব চাওয়া পাওয়া।
অর্থের বিনিময়ে
সবকিছু কিনে নিয়ে,
বাঁধলি খেলাঘর এই ভবের হাটে।
কাঁদবে আপনজন
পড়ে রবে বাড়িঘর,
যেতে হবে একদিন তোরে শ্মশান ঘাটে।
কাঁচা বাঁশের দোলাতে
নিয়ে যাবে শ্মশানেতে,
ছাই হবে তোর প্রাণহীন দেহ।
থাকবে না মোহ
থাকবে না মমতা,
পুড়বে ভালবাসা, প্রেম, প্রীতি ও স্নেহ।