আমার গাঁয়ের মাঝে কাজলাদিঘি
পাড়েতে তার তেঁতুলগাছের সারি।
কাজলাদিঘির কালো জলে
রোজ তেল মেখে চান করি।
কাজলাদিঘির কালো জলে
নাইতে যখন নামি।
কালো জলে শীতল পরশে
শিউরে উঠি আমি।
কাজলাদিঘির দখিন পাড়ে
আম কাঁঠালের বন।
সেথায় ডাকে দোয়েল কোকিল
ভরে ওঠে মন।
কাজলা দিঘির কালো জলে
কত শালুক পদ্ম ফোটে।
কাজলাদিঘির গাছের ছায়ায়
আমার হৃদয় ভরে ওঠে।
দূরের পথে লাঙল নিয়ে
চলেছে কৃষক মাঠে।
গাঁয়ের বধু জল নিতে আসে
ঐ কাজলাদিঘির ঘাটে।
কাজল কালো বধু আমার
আসবে যেদিন গাঁয়ে।
কাজলাদিঘির কালো মেয়ে
তারে দেখবে শুধুই চেয়ে।