কালো মেঘ আর যায় না দেখা
বর্ষা নিয়েছে আজি বিদায়।
সাদা মেঘের আনাগোনা চলে
নীল আকাশের আঙিনায়।


গাছে গাছে ফোটে শিউলি, করবী
টগর ফুল রাশি রাশি,
গাঁয়ের মেঠো পথে মেঠো
সুরে বাজে বাঁশের বাঁশি।


ঢাকের শব্দে মেতে ওঠে গ্রাম
বাতাসে পূজো-পূজো গন্ধ।
মন মাতানো বাঁশির সুরে
প্রাণে জাগে খুশির আনন্দ।


মাঝিরা সব মাদল বাজায়
দূরে বাজে পূজোর সানাই
পূজোর দিন এগিয়ে আসে
পূজোর বাজার করা চাই।


কচি কচি ধানের খেতে
মেঠো সোনালী রোদ হাসে,
ঢাকের শব্দে মেদিনী কাঁপে
দোলায় চড়ে মা দুর্গা আসে।