শরতের শিশিরে ভেজা সকাল
পাখির কণ্ঠে ঘুম ভাঙানোর গান,
কচি ধান গাছে হাওয়া দোলা দেয়
উৎসবে মেতে ওঠে সবাকার প্রাণ।


নদী তীরে কাশ ফুলের বন
হেথা হোথা শেয়াল কাঁটার ঝাড়,
কচি কচি সবুজ ঘাসে ঢাকা
মেঠো পথ আর উঁচু নদীর পাড়।


রাশি রাশি টগর ফুটেছে কত
শিউলি ফুল ফুটেছে গাছে গাছে,
ঢাকঢোল কাঁসর ঘণ্টা বাজে
পূজোর সময় এল কাছে।


সোনালী রোদ উঁকি দেয়
নীল আকাশের আঙিনায়,
আশ্বিনমাসে দুর্গাপূজা
আনন্দে মেতে ওঠে সবাই ।


সবুজ ধানগাছে ভরে আছে খেত
সবুজ দেখায় চারিদিক,
ভোরে ঘাসের পরে,পড়ে শিশির
সূর্যের আলোয় করে ঝিকমিক।