আসছে আশ্বিন মাস, পূজো-পুজো গন্ধ ভাসে বাতাসে,
কাল মেঘ আর নেই শুধুই সাদা মেঘ আকাশে ভাসে।
আসছে এবার দুর্গাপূজা কত খুশি কত মজা
এবার পূজোয় বিদেশ ঘুরে আসবে ছেলে দেশে।
ভাবতে ভাবতে আশ্বিন মাস এসে গেল অবশেষে।


আসছে আশ্বিন মাস, পূজো-পুজো গন্ধ ভাসে বাতাসে,
ভোরে শিশির পড়ে কচি সবুজ নরম দর্বা ঘাসে।
কর্ম ব্যস্ত গাঁয়ে, থেমে গেছে সময়ের কাঁটা,
ব্যস্ত দোকানপাট, চলছে পূজোর কেনাকাটা
এবার পূজোয় বিদেশ ঘুরে আসবে বড়ো ছেলে দেশে।
ভাবতে ভাবতে আশ্বিন মাস এসে গেল অবশেষে।


সবার চেয়ে বড় খুশি ছোট্ট মেয়েটি
পূজোয় পরবে রাঙা চুড়ি, সাজবে পরিপাটি।
ছোট্ট ভাইটি তার, আদুল গায়ে
করে আনন্দ পটকা ফাটিয়ে।
বেলুন, বাঁশি কিনবে নাকো, পূজোয় এবার আতসবাজি চাই,
আনন্দে দুই ভাইবোন মিলে দু’হাত তুলে নাচছে আঙিনায়।
মেয়ে বলে, মাগো শোনো আমার মা,
এবার পূজোয় শাড়ি কিনে দেবে না?
সবই দেবো, আসুক পূজো, মা বললেন হেসে।
ভাবতে ভাবতে আশ্বিনমাস এসে গেল শেষে।