শিশির ঝরা সকালে ভালবাসা কাঁদছে।
নিঝুম রাতের মৌনতা যৌনতাকে হরণ করে
গোপনে কামনার ব্যাভিচারে লিপ্ত হয়।
উলঙ্গ রাত্রি এখানে এসে থমকে দাঁড়ায়।
অশ্লীলতার কামড় আধো আধো ঘুমে,
কালসাপের বিষাক্ত বিষ ঢেলে দেয়।
ব্যাভিচারের কারাগারে বন্দিনী ভালবাসা
বাতাসে কামনার উগ্র গন্ধ ছড়ায়।
রাতের স্নিগ্ধ জোছনাকে গ্রাস করে
নিকষকালো একখণ্ড কালো মেঘ।
রাত কেটে ভোর হয়, সকালে সূর্য ওঠে।
শিশির ঝরা সকালে ভালবাসা আজও কাঁদে।


শিশির ঝরা সকালে ভালবাসা কাঁদছে।
কামনার নদীতে ভাসে ভালবাসার মৃতদেহ।
এখানে সবাই মৃত। বেঁচে নেই কেহ।
মরে গেছে ভালবাসা, প্রেম, প্রীতি আর স্নেহ।
মনের আয়নার ভেসে ওঠা এ কার ছবি?
দুর্গন্ধময় চোরা গলি পথে অন্ধকারে
এখানে রক্ত পিপাসু শয়তান হাঁটে।
আকাশের চাঁদ নামে ধরণীর ঘাটে।
ঝিঁ ঝিঁ পোকার কান্না রাতের নিস্তব্ধতা
ভঙ্গ করে নিয়ে আসে নতুন সকাল।
অন্ধকারে রাত কাটে, মৃত্যুর প্রহর গোনে।
কান পেতে শুনি হেথা নতুন দিনের পদধ্বনি।
অবশেষে ভোর হয়। শুরু হয় নতুন দিনের সূচনা।
শিশির ঝরা সকালে ভালবাসা আজও কাঁদে।