পূজোর সময় এল কাছে
খুশিতে সবার হৃদয় নাচে
আনন্দেতে ভরে ওঠে মন।
শরতের মিঠে হাওয়ায়
প্রাণে প্রাণে পুলক জাগায়,
ফুলের বনে মৌমাছির গুঞ্জন।
নীল আকাশে সাদা মেঘ ভাসে
রাতের শিশিরে ভেজা কচি ঘাসে
সোনালী রোদ মুক্তো হয়ে ঝরে,
বেলি, টগর, শিউলি গাছে
রাশি রাশি ফুল ফুটেছে
বাতাস ফুলের গন্ধে আছে ভরে।
দূরে অজয়নদীর বাঁকে
সাদা বক ঝাঁকে ঝাঁকে,
তীরে বসে ছোটো মাছ ধরে,
নদীধারে পূবের কোণে
সাদা কাশফুলের বনে
ময়না শালিক, নিত্য খেলা করে।
আশ্বিন মাসে মাঝে মাঝে
কাঁসর ঘন্টা ঢাকঢোল বাজে
পূজোর দিনে প্রাণে পুলক জাগে,
নীল আকাশের আঙিনায়
সবুজ গাছের শীতল ছায়ায়
গাঁ কে আমার ভারি সুন্দর লাগে।
গাঁয়ের মাঝে দুর্গা মন্দির
সপ্তমীতে হয় কত ভিড়,
অষ্টমী ও নবমীতে পাঁঠাবলি হয়।
শুভ বিজয়া দশমীর দিন
সবার মুখ হয় মলিন,
দেবীর বিসর্জন সবার মনে রয়।
বাঙালীর দুর্গা পূজা
কত খুশি কত মজা
পূজোর প্যাণ্ডেলে আলোর বাহার।
উৎসবের সাড়া পড়ে
বাঙালীর ঘরে ঘরে
মন বলে দুর্গাপূজা আসুক আবার।