নয়নদিঘির ধারে ধারে
চাঁপাকলার গাছ,
সোনালি রোদ্দুরে নাচে
রূপোলি পুঁটি মাছ।


নয়নদিঘির কালো জলে
শালুক পদ্ম ফোটে,
সাদাবক উড়ে যায়
মাছ নিয়ে ঠোঁটে।


জল নিতে আসে মেয়েরা
নয়নদিঘির ঘাটে,
দূরে রাখাল বাজায় বাঁশি
হৃদয় ভরে ওঠে।


নয়নদিঘির জলে ভাসে
রাজহাঁসের ঝাঁক,
ঘাটে বসে শুনি আমি
শঙ্খচিলের ডাক।


শালিক চড়ুই, ময়নাপাখি
দিঘির পাড়ে বসে।
পানকৌড়ি ডুব দেয়
দিঘির জলে এসে।


নয়নদিঘির জলে ভাসে
নীল আকাশের ছবি,
দিঘির পূবের কোণে ওঠে
পূজোর দিনের রবি।