মায়ের পূজার ফুল,
চরণ ছুঁয়ে মাকে করলে পূজা, দুঃখ হবে দূর।
মাগো মা, তুমি আমার মা, সবাকার মা।
তোমার পায়ে করলে প্রণাম দুঃখ থাকে না।
দূরে অজয় নদীর বাঁকে কাশ ফুলের বন,
সাদা সাদা ফুলে ভরা, জুড়ায় নয়নমন।
কাশ ফুলের বনে ঘেরা নদীর দুই কূল।
মায়ের পূজার ফুল,
প্রণাম করে মাথায় নিলে দুঃখ হবে দূর।
মাগো মা, তুমি আমার মা, সবাকার মা।
তোমার পায়ে করলে প্রণাম দুঃখ থাকে না।
মায়ের পূজার ফুল,
মায়ের চরণ ছুঁয়ে করলে প্রণাম কাটবে মনের ভুল।
দুর্গতিদলনী তুমি দুর্গতি হরা,
কালীঘাটের কালী তুমি, তারাপীঠের মা তারা।
গত বছর বন্যা হল, ভেসে গেছে ধান।
এবছর হল না বর্ষা, বাঁচবে কিসে প্রাণ?
মহিষাসুরমর্দিনী তুমি মা, ধর এবার হাতে ত্রিশূল।
মায়ের পূজার ফুল,
প্রণাম করে মাথায় নিলে, হবে না চলার পথে ভুল।
মাগো মা, তুমি আমার মা, সবাকার মা।
তোমার পায়ে করলে প্রণাম দুঃখ থাকে না।
সবুজ ধানের খেতে ভোরে, শিশির ঝরে পড়ে।
মা দুর্গা আসবেন মোদের, এবার দোলায় চড়ে।