মহা অষ্টমীতে পূজা শাস্ত্রের বিধান,
অষ্টমীর সন্ধিক্ষণে ছাগ বলিদান।
মিষ্টান্ন নৈবেদ্যে মার ভরে নাকো মন,
পশু রক্ত পেলে দেবী সুপ্রসন্না হন।
অষ্টমীর সন্ধিক্ষণ আসে হেথা যবে,
দেবীর মন্দিরে আজি ছাগ বলি হবে।
পুরোহিত মন্ত্র পড়ে ছাগের মাথায়,
শিঙাতে পরায় মালা, সিন্দুর লাগায়।
অষ্টমীতে ছাগ বলি শাক্ত মতে কহে,
যূপকাষ্ঠে পশু বধ, রক্ত ধারা বহে।
উদ্যত খড়গ হাতে তাকায় ঘাতক,
যূপকাষ্ঠে ছাগ আজি পড়েছে আটক।
জয় মাগো বলি কাঁদে যতেক ব্রাহ্মণ
ছাগ পশু কাঁদে হেথা দেখে সর্বজন।
মায়ের পূজায় হয় ছাগ বলিদান।
ছাগ রক্তে দেবীপূজা এ কোন বিধান?


.....
...