মহা নবমীর পূজা খ্যাত চরাচরে
ছাগ মোষ বলিদান মন্দিরে মন্দিরে
পশুরক্তে দেবীপূজা এ কেমন পূজা?
পশুরক্তে হন তুষ্টা দেবী দশভূজা।


বলিহারি দূর্গাপূজা ধন্য মর্ত্তলোক,
হাজারের হিসাবেতে পাঁঠাবলি হোক।
শোন শোন বিশ্ববাসী বচন আমার,
বন্ধ হোক পশুবলি ভুবন মাঝার,


এসো এসো সবে মিলি করহ প্রার্থনা,
বলিহীন হবে পূজা বিধি মানব না।
নবমী সমাপ্ত হয়ে বিজয়া দশমী,
এক দিনে দুই পূজা কভু নাহি শুনি।


মুগ্ধ চিত্তে দেখে সবে পুড়িছে রাবণ,
ঢাক বাজে, কাঁসি বাজে, দেবী বিসর্জন।