তোমার মিথ্যা ভালবাসা
দিয়েছে কত ব্যথা,
                    চোখ ফেটে আসে জল।
তোমার ব্যর্থ ভালবাসা
হেনেছে আঘাত কত,
                      দিয়েছে যন্ত্রণা কেবল।
এ জীবনে ভালবাসা যেন
             নদীর চোরা বালির চর,
বেদনার বালুচরে
             যেন বাঁধা এক খেলাঘর।
তোমারে ভালবেসে
চেয়েছিলাম গড়তে
              হৃদয়ে প্রেমের তাজমহল।
তোমারে হারিয়ে
বুঝেছি আজ আমি
                ভালবাসা আমার বিফল।
       জীবনের এই ঘাত প্রতিঘাত,
        অবিরত দিয়েছে আঘাত।
তোমার মিথ্যা ভালবাসা
দিয়েছে কত ব্যথা,
                  চোখ ফেটে আসে জল।
তোমার ব্যর্থ ভালবাসা
হেনেছে আঘাত কত,
                   দিয়েছে দুঃখ অবিরল।