এই পৃথিবীটা এক মহা-শ্মশান
জীবননদীর ঘুর্ণিপাকে হেথা আসে ঝড় তুফান।
মিথ্যা আশায় বাঁধি খেলাঘর,
হেথা বারে বারে দেয় হানা সর্বনাশা ঝড়।
সাজানো বাগান হেথা যায় শুকিয়ে,
ভালবাসার ফুলগুলো একটি একটি করে ঝরে গিয়ে,
অঝোর ধারায় কাঁদছে, অন্ধকারে মুখ লুকিয়ে।
বঞ্চনার কুঁড়িগুলো ক্ষোভে, দুঃখে
আর অভিমানে একটি একটি করে
আধ ফোটা অবস্থায় অবশেষে যায় ঝরে।
বাগানে গোলাপের ডালগুলো ভেঙে গিয়ে
চির অভিমান নিয়ে মাথা নোয়ায়।
বেদনার বালুচরে বাঁধা সময়ের নৌকা।
আনমনে বয়ে চলে একা একা ।
নিয়তির মিথ্যা আশায় বাঁধা খেলাঘরে
আজও ভালবাসার লুকোচুরি খেলা চলে।