দেবী আসিছে তাই বাতাসে শিহরণ
দেবী আসিছে তাই শীতল সমীরণ।
দেবী আসিছে তাই দিগন্তে পূর্বাভাস
দেবী আসিছে তাই মেঘমুক্ত আকাশ।


আসিছে কালরাত্রি নামিছে অন্ধকার
চতুর্দিকে জ্বলিছে দীপমালার সার।
জয়গানে মুখরিত আকাশ বাতাস
বাধার কারা প্রাচীর করে হাহুতাশ।


জোছনা মরে গেছে আকাশে চাঁদ ওঠে
প্রিয় হারিয়ে গেছে গোলাপ ফুল ফোটে।
দেবীর জয়গানে বাজিছে জয়ঢাক,
বাজে কাঁসর ঘণ্টা, বন্ধন খুলে যাক।


এসো মাগো এসো দেবী এ বিশ্বভুবনে,
প্রণতি জানাই মাগো তোমার চরণে।