মাগো-  বল মা, আমায় বল,
মা তোর চোখে কেন জল,
     নর মুণ্ডমালা কেন মা তোর গলে?
তুই যে মা চণ্ডিকাকালী,
খড়্গধারিণী মা নৃমুণ্ডমালী,
        শিব কেন মা আছে শুয়ে তোর ঐ চরণতলে?
সাজিয়েছি মা বরণডালা,
রক্তজবা ফুলের মালা,
       জ্বলে দীপ, জয়ঢাক আর কাঁসরঘণ্টা বাজে।
লোল জিহ্বা রসনা মেলে,
দু’নয়নে বহ্নিশিখা জ্বেলে,
      খড়্গহাতে কেন মা তুই আছিস মন্দির মাঝে?
করুণাময়ী তুই যদি মা,
তুই কেন মা দিগ্ বসনা,
       বল কেন মা দিয়েছিস এই শাস্ত্র মতে বিধান?
বল মা কেন তোর মন্দিরে,
ছাগ পশুর লালরক্ত ঝরে,
      বন্ধ কর মা পশুহত্যা, মন্দিরে পাঁঠা বলিদান।
যূপকাষ্ঠে ছাগপশু হত্যা,
বলি বিনা তোর পূজা মিথ্যা,
      পশুরক্তে বল মা কেন তোর পূজা হয়?
বল মা এবার বলিহীন হবে পূজা,
সেই পূজা তো মা তোর আসল পূজা
    বল মা তুই পশুরক্তে কভু মাতৃপূজা নয়,
দে মা বরাভয়, রাখিস মা অভয়।
ভক্তিভরে করলে পূজা করবি বিশ্বজয়।
      পশুরক্তে দেবীপূজা নয়, জয় তারা মায়ের জয়।
জয় মা ভবানী জগজ্জননী কালী মায়ের জয়।
জয় কালী জয় তারা বল, কাটবে মৃত্যুভয়।
      নয়ন জলে করলে পূজা তা নিয়েই দেবী তুষ্ট হয়।