অমাবস্যা রজনীতে জনম আমার,
আমি অতি রূপে কালো সৃষ্টি বিধাতার।
চন্দ্র সূর্য্য গ্রহ তারা আকাশ পাতাল,
সর্বস্থানে আছি আমি, আমি মহাকাল।


ভুবন মাঝারে শুনি মৃত্যু কোলাহল,
জন্ম আমি, মৃত্যু আমি, আমি হলাহল।
লোকে কয় কালো আমি, নাম মোর শ্যামা,
বিশ্ব চরাচরে আমি অব্যক্ত যন্ত্রণা।


পৃথিবীর অভিশাপ সর্বজনে কয়,
কালো রূপে করি জয়, আমি মহা ভয়।
রাতের আঁধারে কাঁদে জনম দুখিনী,
সকরুণ গীতি আমি কান পেতে শুনি।


অবিরত অশ্রু ঝরে দুই চোখ বেয়ে,
শিশির ভেজানো রাতে কাঁদে কালো মেয়ে।