বিসর্জনের বাজনা বাজে,
খুশীতে তাই সবাই নাচে,
                       দীপাবলী উৎসব হলো সমাপন।


চোখ তাই ছলছল করে,
মায়ের দুচোখ জলে ভরে
                     দেবী মায়ের হবে আজি বিসর্জন।


দেবীর শুভ মঙ্গলঘটে,
আম্রপল্লব শুকিয়ে গেছে,
                     ধান দুর্বা ছড়ানো রাশি রাশি।


মা আছেন বিষণ্ণ মনে,
অশ্রু ঝরে দুই নয়নে,
                     মিলিয়ে গেছে মায়ের মুখের হাসি।


আজি এই বিসর্জনের দিনে,
মাকে বিদায় দেব কেমনে
                       মুখের হাসি কান্না হয়ে নামে।


প্রণমি তোমায় বারে বার
আগামী বর্ষে মা আবার,
                         আসবে মাগো এই ধরাধামে।