ছায়ায় ঘেরা গ্রামটি আমার সবুজ চাদরে ঢাকা
গাঁয়ের পাশে অজয় নদী চলে আঁকা-বাকা।
        গাঁয়ের শেষ সীমানায়,
দূরে গ্রামের পাহাড়চূড়ো ঐ যে দেখা যায়।
মায়ায় ভরা, ছায়ায় ঘেরা, মায়া মমতা মাখা,
ছায়ায় ঘেরা গ্রামটি আমার, সবুজ চাদরে ঢাকা।


গাঁয়ের মাঝে পশ্চিম কোণে শেয়ালকাঁটার বন,
পথের বাঁকে শেয়াল ডাকে, রাতে যখন তখন।
        গ্রামের ঐ রাঙা মাটির পথে,
শঙ্খচিল নেমে আসে, সূদুর আকাশ হতে।
রাঙা মাটির গন্ধে আমার ভরে ওঠে মন,
গাঁয়ের মাঝে পশ্চিম কোণে শেয়ালকাঁটার বন।


চণ্ডীতলার আটচালা ঘর ভেঙে গেছে ঝড়ে,
তারই পরে সোনালি রোদ মুক্তো হয়ে ঝরে।
       শিশিরে ভেজা কচি সবুজ ঘাসে
শীতের সকালে হিমের কণা মুক্তো হয়ে হাসে
হিমেল হাওয়ায় ধীরে ধীরে কুয়াশা যায় সরে,
চণ্ডীতলার আটচালা ঘর ঝড়ে গেছে পড়ে।