বৈশাখ মাসে নববর্ষ নতুন খাতা ভাই,
জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠী জানে তো সবাই।
আষাঢ় মাসে রথযাত্রা ভারি ধূমধাম,
শ্রাবণ মাসে মনসা পূজা মনসার ভাসান।
ভাদ্র মাসে ভাদু পূজা সারা মাস ধারে,
আশ্বিন মাসে দুর্গাপূজা ভারি ধূম পড়ে।
কার্তিক মাসে কালীপূজা, মাঠে পাকে ধান,
অঘ্রানেতে নবান্ন উৎসব, মেতে ওঠে প্রাণ।
পৌষ মাসে পৌষপার্বণ, সংক্রান্তির মেলা,
মাঘমাসে স্বরস্বতীপূজা, ফাল্গুনে হোলি খেলা।
চৈত্র মাসে চড়কপূজা, বুড়ো শিবের গাজন,
বারো মাসে তেরো পার্বণ তবুও ভরে না তো মন।