রাঙামাটির গাঁয়ে
সবুজ গাছের ছায়ে
মাটিতে লেপা ঘর,
রাঙামাটির নদীতে
দুই পাড়ে জমা যত
সরু বালির চর।
রাঙামাটির গাঁয়ে
প্রভাতী পাখিরা
সারাদিন গায় গান।
রাঙামাটির খেতে
গাঁয়ের ঐ চাষীরা
সারাদিন কাটে ধান।
রাঙামাটির গাঁয়ে
পথের ধারে ধারে
আছে শাল পিয়ালের বন।
রাঙামাটির গাঁয়ে
কালো কালো মানুষ,
সবাইকার অতি সরল মন।
রাঙামাটির গাঁয়ে,
লাল পেড়ে শাড়ি
পরা মেয়েরা কলসী কাঁখে।
জল নিতে আসে
সবাই একে একে,
গাঁয়ের শেষে অজয়নদীর বাঁকে।
ঐ রাঙামাটির গাঁ
সে যে মোর মা,
জগৎজুড়ে তুলনা তার নাই।
রাঙামাটি গাঁয়ের ছায়া
মাটির মমতা মায়া,
বিশ্ব জুড়ে কোথায় গেলে পাই?