সেই মনে পড়ে,
কি জানি কি তরে,
চলেছিনু মেঠো পথে :


একদা কেমনে
বিধির লিখনে,
দেখা হলো প্রিয়া সাথে।


প্রিয়া মুখ হেরি
চলিতে না পারি,
দাঁড়াইনু সেই স্থানে;


শুনি তার বাণী,
চমকিয়া আমি,
চাহিনু প্রিয়ার পানে।


ডাকি ইশারায়
আসিতে না চায়,
মুচকি মুচকি হাসে,


কহে না সে কথা,
সহি নীরব ব্যথা,
প্রিয়া মোরে ভালবাসে।