ওরা কারা? ওরা কারা?
দুঃখ দিয়ে যাদের জীবন গড়া।

রোদে পুড়ে, জলে ভিজে
নাইকো বাড়ি ঘর।
নীড় হারা পাখির মতো
তাই ওরা যাযাবর।

ওরা কারা? ওরা কারা?
দুঃখে দুঃখে জীবন কাটায় যারা।

সারাদিন পায় না খেতে
ওরা থাকে অনাহারে,
সবার ঘরে আলো জ্বলে
থাকে ওরা অন্ধকারে।

ওরা কারা? ওরা কারা?
দিনরাত অনাহারে থাকে যারা।

দুঃখে ভরা জীবন ওদের
কপালে নাই সুখ।
খিদেয় পেটে জ্বলছে আগুন
দুঃখে ফাটে বুক।

ওরা কারা? ওরা কারা?
দুঃখ দিয়ে যাদের জীবন গড়া।

অনাহারে থেকে দিন কাটায়
ওদের অন্ন নাইকো ঘরে,
রোগে ওদের জোটে না ওষুধ
ওরা বিনা চিকিৎসায় মরে।

ওরা কারা? ওরা কারা?
দুঃখে দুঃখে জীবন কাটায় যারা।

বিশ্বজুড়ে সংসার ওদের
সব ঠাঁই ওদের ঘর,
দুঃখে ওদের জীবন গড়া
তাই আজ ওরা পর।

ওরা কারা? ওরা কারা?
চিরদিন অন্ধকারে পড়ে আছে যারা।