বৈশাখ মাস এলো ভাই
আম বাগানে চলো যাই।
কাল বৈশাখীর ঝড়ে,
দেখি কত আম পড়ে।


বৈশাখ মাস এলো ঐ,
খাও চিনি পাতা দৈ।
রৌদ্রে মাথায় ছাতা নাও,
পুদিনা লেবুর সরবত খাও।


ভেজে খাও নিমের পাতা,
মাছের ঝোলে সরষে বাটা।
তেঁতুল একটু গুলে দাও।
তৃপ্তিভরে সবাই খাও।


বৈশাখ মাস গরম অতি,
ধর্ম কর্মে দাও মতি.
তুলসী শাখায় দিলে জল,
সবাকার হয় মঙ্গল।


পথের ধারে পান্থশালা,
গুড় জল খাবে দুপুরবেলা।
সন্ধ্যাবেলায় কীর্তনগান,
শুনলে জুড়ায় মনপ্রাণ।