হারানো দিনের
পুরানো স্মৃতি
মনে পড়ে কত।


স্মৃতির আয়নায়
ভেসে ওঠে
জল-ছবির মত।


সকাল হলেই
পাঠশালাতে
নিত্য আনাগোনা,


ছুটির দিনে
ঠাকুমার কোলে
বসে গল্প শোনা।


দিঘির পাড়ে
বসে বসে
গল্প গুজব করা,


পুকুরেতে
গামছা বেয়ে
ছোট মাছ ধরা।


চণ্ডীতলায়
সন্ধ্যাবেলায়
রামায়ণের গান,


শৈশবের
স্মৃতি-কথায়
ভরে ওঠে প্রাণ।