মেঘ জমেছে আকাশ পারে,
বৃষ্টি পড়ে মুষলধারে,
ভরা নদী আসে প্রবল বান।


মিষ্টি হাওয়া বইছে জোরে,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে,
বর্ষায় জেগে ওঠে সবাকার প্রাণ।


মেঘলা দিনে পুকুর পাড়ে,
ভিজছে শালিক বাঁশের ঝাড়ে,
কিষাণ আসে মাঠের থেকে ঘরে।


গরু দুটো জোয়াল কাঁধে,
লাঙল নিয়ে চলছে সাথে,
মেঘ ডাকে ঘন ঘন গুরু গম্ভীর স্বরে।