পশ্চিম কোণে মেঘ জমেছে
জোরে বৃষ্টি এল নেমে,
অঝোর ধারায় বাদল ঝরে
থাকে না কভু থেমে।


যায় নি মাঠে গাঁয়ের রাখাল,
বসে বসে গোয়াল ঘরে,
পাটের দড়ি শক্ত ভারি,
বেতের ঝুড়ি সেলাই করে।


সকাল হতে নামল বৃষ্টি
আজ যায় নি কৃষক মাঠে।
চারদিক জলে জলাময়
ঘাটের মাঝি নাইকো ঘাটে।


কাশীরামের পুকুর পাড়ে
শুনি ব্যাঙেদের ডাক,
খুদিরামের বেড়ার ধারে
রাতে বন শেয়ালের হাঁক।


ঘন ঘন মেঘ ডাকে,
আকাশে বিজলী চমকায়,
সারা রাত বৃষ্টি পড়ে
পরে সকাল হয়ে যায়।