বর্ষা নেমেছে ধরায় আজি
ময়ূরীরা করে নৃত্য,
নদী মাঠ ভরে গেছে জলে
হরষিত সবার চিত্ত।


কদম্ব কেতকী, মাধবী যুঁথী
ফুটেছে কত ফুল,
প্রবলবেগে ছুটে চলে নদী
ভাসিয়ে দিয়ে দুইকূল।


দুর্যোগ ভরা বর্ষায় আজি
ভূমিতে লুটায় শাখী,
উড়ে গেছে্ বাসা, শাখায় বসে
ভিজিছে অসহায় পাখি।


পুকুর পারে রাঙী-গাইয়ের
বাছুরী গিয়েছে হারিয়ে।
হাম্বা রবে গাভী ডাকিছে আজি,
দেখে শুধু চেয়ে চেয়ে।


কুমোর পাড়ায় এই বর্ষায়
ঘুরে নি কুমোরের চাকা,
কামার শালায় এক হাঁটু জল
কামারের নাহি দেখা।


গোয়াল পাড়ায় গোয়ালারা সব
বসায় নি দুধের বাজার,
সকাল হতেই নেমেছে বৃষ্টি
আকাশটা কালো আঁধার।