যদি পারি আবার ফিরে আসব
এই বাংলায়, এই সবুজ বাংলায়।
এ গাঁয়ের মাটি, নদী, আর
মানুষদের ভালবাসার টানে,
আবার ফিরে আসব
এ গাঁয়ের শীতল, সবুজ ছায়ায়।


এ গাঁয়ের মাটিতে সোনা ফলে,
বর্ষায় ভেজা মাটিতে
সোঁদা সোঁদা গন্ধ,
আবার শরতের শিউলির
গন্ধে চিত্ত ভরে ওঠে মোর।
তাই যদি পারি আবার ফিরে আসব
এই বাংলায়, এই সবুজ বাংলায়।
আমার প্রাণ শীতল করা
এ গাঁয়ের সবুজ ছায়ায়।


আমি দেখেছি
এ গাঁয়ের মাটিতে ফলে সবুজ ফসল।
আমি শুনেছি,
মন মাতানো রাখালিয়া সুর
এ গাঁয়ের শীতল তরুছায়ায়।
আমি আরও শুনেছি,
এ গাঁয়ের বৃক্ষ শাখে বসি
দোয়েল কোকিল গান গায়।
তাই যদি পারি আবার ফিরে আসব
এই বাংলায়, এই সবুজ বাংলায়।
এ গাঁয়ের শীতল, সবুজ ছায়ায়।


এ গাঁয়ের মাটি, আমার মা,
এ গাঁয়ের মানুষ, আমার দেবতা,
এ গাঁয়ে ছায়া আছে, মায়া আছে,
আছে  মাটি মায়ের বুকে
সবুজ ফসলের সম্ভাবনা।
তাই মাটি মায়ের ডাকে
যদি পারি আবার আমি ফিরে আসব
এই বাংলায়, এই সবুজ বাংলায়।
এ গাঁয়ের শীতল সবুজ ছায়ায়।