সাত সমুদ্র তেরো নদীর পারে,
ছোট্ট একটা দ্বীপ ইংলণ্ড,
অধিবাসী মাত্র পাঁচ কোটি।


চল্লিশ কোটি ভারতবাসীকে
রাখল করে পরাধীন,
ভারতে তারা গড়লো নীলকুঠি।


ভারতের স্বাধীনতা সূর্য
হল চির অস্তমিত,
ব্রিটিশ হলো ভারতে ভাগ্যবিধাতা।


জননী কাঁদিছে পড়িয়া ধূলায়,
বঙ্গদুলাল আয় ফিরে আয়,
ডাকিছে তার সন্তানেরে ভারতমাতা।


লর্ড কার্জন ভারতে এসে,
সিদ্ধান্ত নিল অবশেষে,
তাই করিল সে বঙ্গ বিভাজন।


পূর্ব বঙ্গ পশ্চিম বঙ্গ,
ভারতবাসী হল ছত্রভঙ্গ,
ছিন্ন হলো আজ মায়ার বন্ধন।