আমার গাঁয়ে অজয় নদীর বাঁকে।
ময়না, শালিক গাছে বসে থাকে।
আমার গাঁয়ে শিমূল তলার ধারে.
হাট বসে রোজ অজয়নদীর পারে।


আমার গাঁয়ে পদ্ম দিঘির পাড়ে,
ঘুঘু ডাকে ছাতিম গাছের আড়ে।
আমার গাঁয়ে ঐ রাঙা পথের বাঁয়ে,
পথের পথিক চলে সবুজ তরুছায়ে।


আমার গাঁয়ে বাঁশ বাগানের ঝাড়ে,
রাতের বেলায় প্যাঁচারা সব ওড়ে।
জোনাকিরা জ্বলে সাঁঝের আঁধারে,
সন্ধ্যা আরতি হয় দেবীর মন্দিরে।


চাঁদ ওঠে দূরে, নীল আকাশের গায়।
রাত কেটে শেষে, সকাল হয়ে যায়।