আমার বাড়ির কাছে,
বেড়ার ধারে ঐ পুরানো বটের গাছে,
সকাল হলেই পাখিরা সব, গাছের ডালে নাচে।


আমার বাড়ির পাশে,
ফাঁকা মাঠ এক ভরা সবুজ ঘাসে,
বিকেল হলেই ছেলেরা সব, খেলতে মাঠে আসে।


আমার বাড়ির সামনে দিয়ে,
রোজই চলে গরুর গাড়ি ধূলো উড়িয়ে।
দৌড়ে আসে একটি ষাঁড়, তার শিং দুটো উঁচিয়ে।


বাড়ির ইঁটগুলো গেছে ক্ষয়ে,
আমার বাড়ি টিকে আছে এ সবকিছুই সয়ে,
গাঁয়ের শেষে অজয় নদী, অবিরাম চলেছে বয়ে।


আমার বাড়ির আঙিনায়
মাথার ওপর চাঁদ উঠে নীল আকাশের গায়।
অবশেষে সেই রাত কাটে শেষে, সকাল হয়ে যায়।