যে ফুল না ফুটিতেই  ঝরিল ধরাতে,
উঠিল না চাঁদ আজ, তারাদের সাথে।
গহন আঁধার রাতে, জোনাকিরা জ্বলে,
পৃথিবী স্বপন সম, তুমি নাই বলে।


তোমার বিহনে আজি, শূণ্য এ হৃদয়,
তোমার অমর স্মৃতি, আজো কথা কয়।
পারে কি ভুলিতে তারে, মন যারে চায়?
বারে বারে স্মৃতি তব, আমারে কাঁদায়।


ব্যথিতের ব্যথা কেহ, বুঝিতে না পারে,
ভুলিতে পারি কি কভু, ভোলা যায় তারে?
সে কোন অমরালয় ? যেথা কর বাস।
আঁখি জলে ভাসি আমি, ছাড়ি দীর্ঘশ্বাস।


অভিমানে চলে গেছো, শূণ্য মোর হিয়া।
ফিরে এসো এসো ফিরে, কাছে এসো প্রিয়া।