হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


রান্ধাবাড়া ছেড়ে বউ, নাক ডাকাইয়া ঘুমায়।
বাইন্ধতে বললে বউয়ের হামার, গায়ে জ্বর এসে যায়,
ও ভাই—গায়ে জ্বর এসে যায়।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


কলসী কাঁকালে লিয়ে বউ, সিনান করিতে যায়।
খালি হাতে আসে বউ, কাঁকালে কলসী নাই,
ও ভাই—কাঁকালে কলসী নাই।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


রাইন্না করত্যা বসে বউ, হাতা খুন্তি হাতে ঘুমায়,
তরকারিতে জল শুকিয়ে, কড়াই জ্বলে পুড়ে যায়।
ও ভাই--- জ্বলে পুড়ে যায়।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


গোবর গাদায় ঢুকে বউ, চোখ দেখে না।
কপালে বউ জুটলো এমন, বউ হলো রাত কানা,
ও ভাই—বউ হলো রাত কানা।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


রাতের বেলায় কাঁদে বউ, ঘুম আসে না।
বারণ করলেও কাঁদতে থাকে, হামার কুথা শুনে না,
ও ভাই—হামার কথা শুনে না।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।


কুনু কথা কইতে গেলে, বউকে লাগে ভয়।
বউটা হামার লক্ষ্মীছাড়া, সে যে কুনু কাজের লয়,
ও ভাই—বউটা কুনু কাজের লয়।


হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া।