এই ধরণীর প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।


যারা ঊষর মরুতে, লাঙলের ফলায়, ফলায় সোনার ফসল,
জলে ভিজে আর, রোদে পুড়ে যাদের, ঘাম ঝরে অবিরল।
গাঁইতি শাবল চালায়ে যারা, পাহাড় ভেঙে গড়ে পথ,
যাদের রুধিরে, হয়েছে সিক্ত, মোদের অগ্রগতির রথ।


এই ধরণীর প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।


যারা গাঁইতি শাবল, কোদাল চালায়, কয়লা খাদের ভিতর,
যাদের মাথার উপর, কলের চাকা, অবিরাম ঘুরিছে নিরন্তর।
চকা- চাঁই চাঁই, কয়লার ডুলি চালায়, খনিতে রাত নিঝুম,
দিন রাত খাটে, যারা কয়লা কাটে, রাত্তিরে নাহিক ঘুম।


এই ধরণীর প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।


কৃষক আর শ্রমিকদের সংগ্রাম, অবিরত চলছে, চলবে।
এবার শাসক নয়, কৃষক ও শ্রমিকরাই, শেষ কথা বলবে।
রক্তঝরা প্রভাতে, সোনার অরুন, রোজ পূর্ব দিগন্তে ওঠে।
বাঁচার লড়াই, জনতার কণ্ঠে তাই, প্রতিবাদের সুর ফোটে।


এই ধরণীর প্রতি ধূলিকণায়, লেখা আছে যাদের নাম,
তাঁরাই মানুষ, তাঁরাই দেবতা, গাহি তাদের জয়গান।